শিক্ষা ক্যাডারে ৬৩৪ জনের পদোন্নতি

শিক্ষা ক্যাডারে ৬৩৪ জনের পদোন্নতি

ঢাকা, ৩১ অক্টোবর (জাস্ট নিউজ) : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৩৪ জন প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে শিক্ষা ক্যাডারে বড় ধরনের এই পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এখন জাতীয় বেতনস্কেলের ষষ্ঠ গ্রেডে বেতনভাতা (৩৫,৫০০—৬৭,০১০ টাকা) পাবেন।

এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করবেন। শিক্ষা ছুটি, লিয়েন বা প্রেষণে থাকা কর্মকর্তারা ছুটি বা প্রেষণ শেষ করে পদোন্নতি পাওয়া পদে যোগ দেবেন।

এর আগে ২৫ অক্টোবর ৫৭৪ জন সহকারী অধ্যাপক ও সমপর্যায়ের কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়। তারও আগে ১০ সেপ্টেম্বর শিক্ষা ক্যাডারের ৪০৯ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়।

(জাস্ট নিউজ/একে/২১৩৩ঘ.)