জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন ফয়েজ আহম্মদ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন ফয়েজ আহম্মদ

ঢাকা, ২৪ জুন (জাস্ট নিউজ) : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদ।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখা ১ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দেলওয়ার বখতকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে। তিনি ভারপ্রাপ্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে ময়মনসিংহ বিভাগের কমিশনার জিএম সালেহ উদ্দিনকে।

একই সঙ্গে আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোজাম্মেল হক খানের আবেদনের প্রেক্ষিতে তাকে স্বেচ্ছায় অবসর প্রদান করা হয়েছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮০৮ঘ.)