সাবেক সচিব জাফর আহমেদ চৌধুরী আর নেই

সাবেক সচিব জাফর আহমেদ চৌধুরী আর নেই

ঢাকা, ১৩ জুলাই (জাস্ট নিউজ) : সাবেক সচিব জাফর আহমেদ চৌধুরী আর নেই। তিনি শুক্রবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি মা, স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

বাদ জুমা স্কাটন অফিসার্স কোয়ার্টার্স জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকোরা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘ কর্ম জীবনে জাফর আহমেদ চৌধুরী তথ্য মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। জাফর আহমেদ চৌধুরী লেখালেখির সাথে জড়িত ছিলেন। কবিতা, উপন্যাসসহ সমসাময়িক সমাজ চিন্তা নিয়ে তার ২০টির বেশি বই রয়েছে।

(জাস্ট নিউজ/একে/২১৪৪ঘ.)