মেরুল বাড্ডায় আব্দুল খালেকের ছাদকৃষি

মেরুল বাড্ডায় আব্দুল খালেকের ছাদকৃষি

ঢাকা, ২৫ মার্চ (জাস্ট নিউজ) : রাজধানী মেরুল বাড্ডায় নিজের বাসভবনে সফল ছাদকৃষি গড়ে তুলেছেন আব্দুল খালেক। বিষমুক্ত ফল ফসলের জন্য তিনি দিনে দিনে রপ্ত করেছেন আধুনিক প্রযুক্তি ও জৈব পদ্ধতিগুলোর সঠিক ব্যবহার। সেগুলো এখন অন্যদের জন্যও অনুসরনীয়।

কৃষক পরিবারের সন্তান আব্দুল খালেক জীবন জীবিকার প্রয়োজনে নগরেই একসময় গড়েন স্থায়ী বসতি। ২০১৪ সালে তার ৬ তলা এই ভবনের নির্মাণ কাজ শেষ হতেই নেমে পড়েন কৃষিতে। ১ হাজার ৮’শ বর্গফুটের এই ছাদ তিনি দিনে দিনে সাজিয়ে তোলেন নিজস্ব স্বপ্ন ও সৃজনশীলতায়।

এখান থেকে শতভাগ বিষমুক্ত ও বিশুদ্ধ ফলফসল আব্দুল খালেকের কাছে সবচেয়ে বড় পাওয়া। এর জন্য মাটির সুরক্ষা থেকে শুরু করে আধুনিক ও জৈব কৃষির সব কৌশল রপ্ত করেছেন তিনি।

এখন ছাদকৃষির পক্ষে অনেক জোরালো যুক্তি তৈরি হয়েছে তার মনেও। তিনি বলছেন, এক্ষেত্রে বড় এক ভূমিকা রয়েছে টেলিভিশনের।

(জাস্ট নিউজ/এমআই/১২১২ঘ.)