পাবনা সুগার মিলের দুশ’ একর জমির আখ নষ্ট

পাবনা সুগার মিলের দুশ’ একর জমির আখ নষ্ট

পাবনা, ১৪ জুন (জাস্ট নিউজ) : অসময়ে অতিবৃষ্টির কারণে পাবনা সুগার মিলের দুশ’ একর জমির আখ নষ্ট হয়ে গেছে। এতে ঋণগ্রস্ত চাষী পড়েছেন চরম সংকটে।

চলতি ২০১৭- ১৮ রোপণ মৌসুমে পাবনা সুগারমিলে চার হাজার পাঁচ একর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ জমিতে চাষ হয় নামলাজাতের আখ। এবার কিছুটা দেরিতে আখ রোপণের কারণে গাছ গজানোর কিছুদিনের মধ্যেই ক্ষেত পড়ে বৃষ্টির কবলে।

বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন পাবনা সুগার মিল কর্তৃপক্ষও। ফসল নষ্ট হওয়ার কারণে ঋণ মওকুফের জন্য আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

(জাস্ট নিউজ/এমআই/১১৪০ঘ.)