মধ্যরাতে জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫০

মধ্যরাতে জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫০

জাবি, ৩ অক্টোবর (জাস্ট নিউজ) : এক ছাত্রীকে ইভটিজিংয়ের করা নিয়ে মঙ্গলবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মশাররফ হোসেন ও আল বেরুনি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫০ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন।

রাত ১০টার দিকে আল বেরুনি হল ও মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়। গুরুতর আহত ১০-১৫ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক আবু জাফর মো. সালেহ।

টেকনিকাল মেডিকেল অফিসার জাকারিয়া জানান, আহতের সংখ্যা কমপক্ষে অর্ধশত হবে। আহতদের অধিকাংশই আল বেরুনি হলের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, ১০টার দিকে এক নারী শিক্ষার্থীকে মীর মশাররফ হোসেন হলের ৪৫ ব্যাচের দু-তিনজন শিক্ষার্থী উত্ত্যক্ত করে। পরে ওই নারী বিষয়টি আল-বেরুনি হলে থাকা তার বন্ধুদের জানালে হলের ৪৬ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী মীর মশাররফ হলের ওই শিক্ষার্থীদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে রাত ১২টার দিকে মীর মশাররফ হোসেন হলের ৬০-৭০ জন শিক্ষার্থী অস্ত্র নিয়ে আল- বেরুনি হলে গিয়ে হামলা চালায়। এ সময় দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিকদার মো. জুলকার নাইন বলেন এ বিষয়ে কোনো পক্ষ এখনো আমাদের কাছে অভিযোগ করেনি।

(জাস্ট নিউজ/একে/০৯২৪ঘ.)