ঢাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাকা, ১৪ অক্টোবর (জাস্ট নিউজ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের আট শিক্ষার্থীকে পৃথক দুটি ঘটনায় হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রবিবার হল প্রশাসন তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শউিফল আলম ভূঁইয়া।

তিনি বলেন, ক্যান্টিন ম্যানেজারকে মারধরের ঘটনায় ছয়জনকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। অন্যদিকে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুইজনকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

ক্যান্টিন ম্যানেজারকে মারধরের ঘটনায় বহিষ্কৃতরা হলেন- পারভেজ আলম (পালি অ্যান্ড বুদ্ধিস্ট), মো. গিয়াস উদ্দিন (আরবি), তানভীর আলম (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), সাব্বির সরকার (অপরাধ বিজ্ঞান), মহিবুল ইসলাম (বাংলা), রেদওয়ান হোসাইন (মনোবিজ্ঞান)। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বহিষ্কৃতরা হলেন- সাইদুল ইসলাম (ইসলাম শিক্ষা), হৃদয় ইসলাম (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)। তারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

(জাস্ট নিউজ/এমআই/২০০৬ঘ.)