পাবনা মেডিকেলে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ: কলেজ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

পাবনা মেডিকেলে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ: কলেজ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

পাবনা, ১২ জানুয়ারি (জাস্ট নিউজ) : পাবনা মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৯ জন আহত হয়েছে। এই ঘটনায় কলেজ বন্ধ ঘোষণা ও দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে দফায় দফায় ছাত্রলীগের সংঘর্ষের পর শুক্রবার সকালে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক অদ্বিতীয়দে’র মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রাতে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৯ জন ছাত্রলীগ কর্মী আহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পাবনা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. রিয়াজুল ইসলাম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা ও দুপুর ২টার মধ্যে হল ত্যাগে শিক্ষার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে।

(জাস্ট নিউজ/একে/১৮৪০ঘ.)