চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

চবি, ১৯ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিবাদমান পক্ষ দুটি হলো মেয়র নাছির সমর্থিত সকল গ্রুপ ও নওফেল সমর্থিত সিএফসি গ্রুপ। আহতরা হলেন, সিএফসি গ্রুপের সায়ন অমিত ও লিটন পালিত এবং সিক্সটি নাইন গ্রুপের তানজিল হৃদয়।

সূত্রে জানা যায়, সকাল থেকে নাছির সমর্থিত একাকার গ্রুপের সাথে নওফেল সমর্থিত সিএফসি গ্রুপের উত্তেজনা চলছিল। বিকাল ৪টার দিকে নাছির সমর্থিত সকল গ্রুপ একত্র হয়ে সিএফসির সাথে ফের সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের তিনজন আহত হয়। বর্তমানে নাছির গ্রুপ শাহজালাল হলে এবং সিএফসি গ্রুপ শাহ আমানত হলে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে প্রক্টর লিটন মিত্র জানান, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিলো। বর্তমানে পুলিশের সহযোগিতায় প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

(জাস্ট নিউজ/একে/২২৩৭ঘ.)