ঢাবিতে ছাত্রলীগের দু’প‌ক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

ঢাবিতে ছাত্রলীগের দু’প‌ক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

ঢাকা, ২৬ মার্চ (জাস্ট নিউজ) : তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে ঢাকা বিশ্ববিদ্যাল‌য়েরর (ঢা‌বি) হ‌লে ছাত্রলী‌গের দু’প‌ক্ষের ম‌ধ্যে ক‌য়েক দফায় ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে‌ছে।

রবিবার রা‌তে ঢা‌বির শহীদ সা‌র্জেন্ট জহুরুল হক হ‌লের সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কের অনুসারী‌দের ম‌ধ্যে এ ঘটনা ঘ‌টে।

সূত্র জানায়, হলের মধ্যে মোমবাতি প্রজ্বলনের পরে ছাত্রলীগের নেতারা ক্যান্টিনে খেতে যান। পরে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদারের অনুসারীরা খেতে বসলে সভাপতি সোহানুর রহমান সোহা‌নের অনুসারীরা উচ্চস্বরে কথা বলে। এ সময় সাধারণ সম্পাদক আসিফ তালুকদা‌রের অনুসারী হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহ-সভাপতি কামাল উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, দপ্তর সম্পাদক সোহানুর রহমানসহ আরো কয়েকজন নেতারা সভাপতি সোহানের অনুসারী শিপন, সজিব, নূর হোসেনদের আস্তে কথা বলতে ব‌লেন। ‌কিন্তু তারা আস্তে কথা না বললে সাধারণ সম্পাদকের অনুসারীরা তাদের উপর রেগে গিয়ে উচ্চ স্বরে কথা বলেন। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে আবারো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ প‌রে তৃতীয় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে। এ সময় সাধারণ শিক্ষার্থী‌দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প‌রে হলের দুই আবাসিক শিক্ষক, হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে আসার প‌রেও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায়। একপর্যা‌য়ে হল ছাত্রলীগ সভাপ‌তি ও সাধারণ সম্পাদকের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে হল সভাপতি সোহানুর রহমান বলেন, দু’পক্ষের ম‌ধ্যে একটু ভুল বুঝাবু‌ঝি হ‌য়ে‌ছিল। প‌রে আমরা সমাধান ক‌রে‌ছি।

সাধারণ সম্পাদক আসিফ তালুকদার বলেন, প্রথম বর্ষ ও দ্বিতীয় ব‌র্ষের শিক্ষার্থী‌দের ম‌ধ্যে ঝা‌মেলা হ‌তে গে‌ছি‌লো। কিন্তু আমরা গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনি।

ঢা‌বি শাখা ছাত্রলী‌গের সভাপ‌তি আবিদ আল হাসান ব‌লেন, কী হয়েছিল? আমিতো জা‌নি না। বিষয়টা দেখ‌বো ঘটনার বিষ‌য়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দে‌লোয়ার হো‌সেন ব‌লেন, দু’জন আবা‌সিক ছাত্র ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রেন।

(জাস্ট নিউজ/এমআই/০৯৫৪ঘ.)