রাবিতে দলীয় কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগের ৩ নেতা

রাবিতে দলীয় কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগের ৩ নেতা

রাজশাহী, ৩০ মার্চ (জাস্ট নিউজ) : পূর্ব শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগের তিন নেতা।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহেল খান লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিবুল হাসান বাকির অনুসারী।

অভিযোগ ওঠা মারধরকারীরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ ও হাসান লাবন। তারা রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।

ভুক্তভোগী সোহেল অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিল। এ সময় সজীব, নাহিদ, লাবন এসে হঠাৎই তাকে মারধর শুরু করে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করেন সজিব ও লাবন। তারা বলেন, আমরা কাউকে মারধর করিনি। আমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল।

এদিকে, মারধরের সময় নাহিদ ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেছেন।

(জাস্ট নিউজ/এমআই/১০৫৫ঘ.)