রাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, ছাত্রলীগের মহড়া

রাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, ছাত্রলীগের মহড়া

রাজশাহী, ৯ এপ্রিল (জাস্ট নিউজ) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে বিভক্তি দেখা দিয়েছে। আন্দোলনকারীদের এক পক্ষ আগামী ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার কথা জানালেও অন্য পক্ষ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের শামসুজ্জোহা চত্বরে জড়ো হন। সেখানে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখা কমিটি আন্দোলন স্থগিত রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায়।

তবে একই স্থানে কয়েকটি বাম রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে আন্দোলনকারীদের একাংশ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে।

এদিকে শিক্ষার্থীরা ওই চত্বর থেকে সরে এলে ক্যাম্পাসে ছাত্রলীগ মোটরসাইকেল মহড়া দেয়। এ সময় তাদের কয়েকজন ‘ক্যাম্পাসে দুর্বৃত্ত পেলেই পেটানো হবে’ বলে স্লোগান দেয়। এতে করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১৫৪১ঘ.)