কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য


ঢাকা, ১০ এপ্রিল (জাস্ট নিউজ) : কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে এসেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তিনি ঢাকা মেডিকেলে যান এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপাচার্যের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল।

কোটা সংস্কারের দাবিতে আন্দালনরত ছাত্রদেরকে সোমবার রাত ৮টার দিকে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এসময় পুলিশের রাবার বুলেটে আবুবকর সিদ্দিক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী চোখে গুরুতর আঘাত পায়। অজ্ঞাত এক শিক্ষার্থীর বুকে গুলি লাগে। ১৫/২০ জন গুরুতর আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

(জাস্ট নিউজ/একে/২৩৫৭ঘ.)