কোটা আন্দোলনের নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

কোটা আন্দোলনের নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

ঢাকা, ১৬ মে (জাস্ট নিউজ) : কোটা সংস্কার আন্দোলনের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে মারার হুমকি দিয়েছে ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির দুই নেতা।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে।

কোটার আন্দোলকারী সংগঠন ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক নুরুল হকের কক্ষে (১১৯) গিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয় ছাত্রলীগ। মুহসীন হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, ছাত্রলীগ নেতা লিমন এবং ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ বাপ্পী বুলবুল এ হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় ইমতিয়াজ বুলবুল বাপ্পীকে নুরুল হক নুরুকে বলেন, কেবল আমার হাতটা বাধারে নুর, না হলে তোকে ৩০ সেকেন্ডে...।

মেহেদী হাসান সানী নুরকে নেড়ি কুত্তার মতো না পিটিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবেন বলে হুমকি দেন।

এ বিষয়ে নুরুল হক গণমাধ্যমকে বলেন, তারা আমাকে মারার জন্য এসেছিল। আমাকে তারা গুলি করে ও কুপিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। আহ্বায়ক হাসান আল মামুন, আশিকসহ কয়েকজন তাকে বাঁচিয়েছে। তিনি জীবন নিয়ে শঙ্কাবোধ করছেন। তবে হুমকির মাধ্যমে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থেকে তারা সরে আসবেন না বলে জানিয়েছেন নুর।

এ বিষয়ে ইমতিয়াজ বাপ্পী বলেন, এমন কিছুই হয়নি। বরং আমরা যদি বলি তারা আমাদের হুমকি দিয়েছে?

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানি বলেন, আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে। পরে জানাবে।

(জাস্ট নিউজ/এমআই/০৯৫৪ঘ.)