ঢাবি প্রক্টর অফিসের সামনে আন্দোলনকারীদের অবস্থান

ঢাবি প্রক্টর অফিসের সামনে আন্দোলনকারীদের অবস্থান

ঢাকা, ৩ জুলাই (জাস্ট নিউজ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে রাজু ভাস্কর্যের সামনে দুপুর ১২টার দিকে সমাবেশ করেন তারা।

নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর রুমের সামনে অবস্থান নেন।

অবস্থান নেয়ার আগে তারা প্রক্টরের সাথে দেখা করেন। এসময় তারা কিছু প্রশ্নের জবাব জানতে চান। প্রক্টর ৫ মিনিট পর প্রশ্নের উত্তর দেয়ার কথা জানান। কিন্তু ২০ মিনিট অতিবাহিত হলেও প্রক্টর আসেন না। এরপর প্রক্টরের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

‘শিক্ষার্থীদের উপর হামলার কথা না জানা প্রক্টর চাই না চাই না’। এমন অনেক স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এসময় ঢাবি ভিসিরও পদত্যাগ চান শিক্ষার্থীরা।

(জাস্ট নিউজ/এমআই/১৪১৪ঘ.)