শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবি, ৪ জুলাই (জাস্ট নিউজ) : কোটা সংস্কার আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ খানসহ গ্রেফতারকৃতদের মুক্তি এবং আন্দোলকারী নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের কোটা সংস্কারের ন্যায্য দাবি পধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন। কিন্তু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত নেতাদের মারধর করা হয় এবং একটি কুচক্রী মহল আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন বলে অপপ্রচার করছে। মূলত এই আন্দোলনকে দমাতেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা মনে করেন।

এসময় বক্তারা আন্দোলনকারীদের উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আন্দোলনকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে এবং তাদের উপর চড়াও হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।

(জাস্ট নিউজ/এমআই/১৬১৫ঘ.)