কোটা সংস্কার: টিএসসিতে অবস্থান নিতে ছাত্রীদের বাধা

কোটা সংস্কার: টিএসসিতে অবস্থান নিতে ছাত্রীদের বাধা

ঢাকা, ৫ জুলাই (জাস্ট নিউজ) : নিরাপদ ক্যাম্পাস দাবি ও কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে অবস্থান নিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী ছাত্রীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নেয়ার কথা ছিল। কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের হল থেকে বের হতে দেয়নি। ফলে পণ্ড হয়েছে তাদের আন্দোলন কর্মসূচি।

এদিকে সকাল সাড়ে ৯টা থেকে টিএসসিতে ছাত্রলীগ অবস্থান নিয়ে আছে। অবস্থান কর্মসূচিতে অংশ নিতে রোকেয়া হলের কিছু ছাত্রী বের হতে পেরেছেন। কিন্তু শামসুন্নাহার হলের ছাত্রীরা অভিযোগ করেন, ছাত্রলীগ তাদের বের হতে দেয়নি।

এদিকে আন্দোলনের নামে ক্যাম্পাসে অস্থিতিশীলতার প্রতিবাদে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে ছাত্রলীগ রাজু ভাস্কর্যে মানববন্ধন করছে।

কোটা আন্দোলনের নেতা মসিউর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে অপরাজেয় বাংলায় মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান বিভাগ। মসিউর এ বিভাগেরই ছাত্র।

এ সময়ে তারা হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে বলেন, আমরা মসিউরকে ক্লাসে দেখতে চাই। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হলে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ ছাত্রীরা।

(জাস্ট নিউজ/এমআই/১৩১২ঘ.)