কোটা সংস্কার আন্দোলন

রাশেদসহ আটকদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

রাশেদসহ আটকদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাকা, ৮ জুলাই (জাস্ট নিউজ) : কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাশেদের নিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনেরর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাশেদসহ অন্যান্য ছাত্রদের অবিলম্বে মুক্তি দাবি এবং অধিকার আদায়ের আন্দোলনে নির্বিচারে আটকের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী নাজমুল রাফি বলেন, আমরা এখানে এসেছি রাশেদ ভাইসহ অন্যান্য আটকদের নিঃশর্ত মুক্তির দাবিতে। তিনি অধিকার আন্দোলনে গিয়েছেন। তিনি কোনো অপরাধ করেননি।

একই বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, এই ক্যাম্পাস কারো একার নয়। কিন্তু এই ক্যাম্পাসে মেয়েদের উপরেও হামলা হয়েছে। আমরা এই হামলার বিচার চাই।

গত ১ জুলাই শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে এক মামলায় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন গ্রেফতার করে পুলিশ। শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি করেন ঢাবি জহুরুল হলের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয়।

(জাস্ট নিউজ/এমআই/১২৩০ঘ.)