কোটা সংস্কার: জাবিতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

কোটা সংস্কার: জাবিতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

জাবি, ২২ জুলাই (জাস্ট নিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বই, খাতা ও কলম রেখে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে- অবিলম্বে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা, কোটা সংষ্কার আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তি, সন্ত্রাসী হামলার বিচার ও ধর্ষণের হুমকিদাতাদের গ্রেপ্তার করা।

অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন না হলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে ক্যাম্পাসে পূর্ণ দিবস কর্মসূচি পালন করছে বিএনপিপন্থী শিক্ষকরা।

(জাস্ট নিউজ/এমআই/১৪৫৫ঘ.)