চবি ছাত্রদল কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ

চবি ছাত্রদল কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ

চবি, ২২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বিরদ্ধে এক ছাত্রদল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের শিকার হাবিব ইমরোজ আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে বিশ্বাবিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।

মারধরকারীরা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি গ্রুপের কর্মী। ছাত্রলীগের এ অংশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে হাবিবের এক বন্ধুকে দিয়ে তাকে খেলার মাঠে ডেকে আনা হয়। এরপর সেখানে আগে থেকেই পরিকল্পনানুসারে ছাত্রলীগকর্মী রিপন, তুহিন ও ইয়াছিনসহ ১০-১৫ জন মিলে তাকে মারধর করে।

পরে আহত অবস্থায় তাকে চবি মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযোগ করে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, কিছু ছাত্রলীগ নেতা আমাদের কর্মীর ওপর হামলা চালিয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের বিচার দাবি করছি।

এদিকে চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন সুমন বলেন, ক্যাম্পাসে নাশকতামূলক কর্মকা-ের সঙ্গে জড়িত থাকায় তাকে প্রতিহত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

(জাস্ট নিউজ/জেআর/১৩৩০ঘ.)