শাবিতে আজ শিক্ষার্থীদের ধর্মঘট

শাবিতে আজ শিক্ষার্থীদের ধর্মঘট

শাবিপ্রবি, ৫ আগস্ট (জাস্ট নিউজ) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার শিক্ষার্থী ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন ও সমাবেশ করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

শনিবার দিবাগত রাত ১০টায় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিকে থাকেন তারা। পরে ঘণ্টাখানেক অবস্থানের পর ওইদিনের মতো কর্মসূচি স্থগিত করা হয়। আজকের ধর্মঘটে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জুয়েল রানা বলেন, দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১০৪০ঘ.)