দুই দিনব্যাপী জাতীয় শিশু আবৃত্তি উৎসব

দুই দিনব্যাপী জাতীয় শিশু আবৃত্তি উৎসব

ঢাকা, ২৫ অক্টোবর (জাস্ট নিউজ) : আমি হব সকাল বেলার পাখি’- স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় শিশু আবৃত্তি উৎসব।

বৃহস্পতিবার বিকাল ৫টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে শুরু হয়েছে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ আয়োজনের এ উৎসবে অংশ নেবে দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিশুরা।

শিশু আবৃত্তি উৎসবের আয়োজন কমিটির প্রচার সম্পাদক প্রশান্ত অধিকারী জানান, বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন শিশু একাডেমীর চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক ছড়াকার আনজীর লিটন।

(জাস্ট নিউজ/এমজে/১৮৪০ঘ.)