বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে নবজাতক উদ্ধার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে নবজাতক উদ্ধার

ঢাকা, ২৭ মে (জাস্ট নিউজ) : রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার গ্রিন বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তোয়ালে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। নবজাতকের বয়স ১০ দিন বলে ধারণা করছে কাফরুল থানার পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢামেকের চিকিৎসক ডা. শাহরিয়ার সংবাদমাধ্যমে জানান, বাচ্চাটির ওজন তিন কেজি ৮০০ গ্রাম। সে এখন সুস্থ আছে।

কাফরুল থানার এসআই পুলক কুমার দাস জানান, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে গ্রিন বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার ফাঁকা জায়গা থেকে একটি সাদা তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশ।

(জাস্ট নিউজ/এমআই/১৩০৪ঘ.)