নবজাতকের নাভির যত্নে পরামর্শ

নবজাতকের নাভির যত্নে পরামর্শ ছবি: ইউনিসেফ বাংলাদেশ।

ঢাকা, ১ জুলাই (জাস্ট নিউজ) : নবজাতকের নাভির যত্নের বিষয়ে উদ্বিগ্ন থাকেন অনেক অভিভাবক। সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে নবজাতকের নাভি পড়ে যায়। নাভির যত্নের বিষয়ে কিছু জিনিস মেনে চলা প্রয়োজন। পাশাপাশি প্রয়োজন একটু সতর্কতার।

নবজাতকের নাভির যত্নে করণীয় বিষয়ে একটি বেসরকারী টেলিভিশনে কথা বলেছেন অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : নাভি শুকানোর বিষয়ে খুব উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা। এ বিষয়ে আপনার পরামর্শ কী?

উত্তর : আমরা নবজাতকের নাভিতে কিছু দিতে নিষেধ করি। প্রথম অবস্থায় একটু হেক্সিসল দিয়ে আর কিছু দেওয়া যাবে না। নাভি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে পড়ে যায়। এতে আমরা কোনো কিছু দিতে নিষেধ করি। সেটিই ভালো। হেক্সিসল দিলে সংক্রমণের আশঙ্কা কমে যায়।এতে উপকার হয়।

প্রশ্ন : এ ছাড়া বাচ্চার চুল কাটা ও নখ পরিষ্কারের বিষয়ও উদ্বিগ্ন থাকে অনেকে। এ বিষয়ে আপনার পরামর্শ কী?

উত্তর : অনেক সময় দাদা-দাদি বা নানা-নানি বলেন, তিন দিন বা পাঁচ দিনে চুল কাটতে। তবে চুল কাটতে যে হবে, এটি ঠিক নয়। অনেক সময় একটি ভ্রান্ত ধারণা থাকে যে শিশু পেট থেকে চুল নিয়ে এসেছে, সেটি রাখা যাবে না। ওই চুল রাখলেও কোনো অসুবিধা নেই।

(জাস্ট নিউজ/এমআই/১৬১৩ঘ.)