সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১০ রোহিঙ্গা উদ্ধার

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১০ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার, ৩০ নভেম্বর (জাস্ট নিউজ) : সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১০ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাদের উদ্ধার করে। এ সময় এক মানবপাচারকারী আটক করা হয়।

এক খুদে বার্তায় র‌্যাব-৭ জানিয়েছে, টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়াঘাট উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১০ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

(জাস্ট নিউজ/এমআই/১১৩৫ঘ.)