ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, প্রতিবাদে অবরোধের ডাক

ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, প্রতিবাদে অবরোধের ডাক

রাঙ্গামাটি, ১৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাঙ্গামাটি সদরে ইউপিডিএফ নেতা অনল বিকাশ চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রতিরোধ কমিটি।

শনিবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

কমিটির আহ্বায়ক ও ২ নম্বর নানিয়াচর ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা এবং সদস্যসচিব সেন্টু চাকমা বিবৃতিতে দাবি করে বলেন, নব্য মুখোশ বাহিনীর (জারগো দল) সর্দার তপন জ্যোতি চাকমা বর্মার নেতৃত্বে একদল দুর্বৃত্ত শুক্রবার মধ্যরাতে ইউপিডিএফের স্থানীয় সংগঠক অনল বিকাশ চাকমাকে (লক্ষী) ঘুম থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে।

এ ঘটনার প্রতিবাদে ও নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিতে আগামী মঙ্গলবার রাঙ্গামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো।

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া পাহাড়ি গ্রামে গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তৃণমূলের নেতা অনল বিকাশ চাকমা (৪২) নিহত হন।

(জাস্ট নিউজ/একে/১৮২২ঘ.)