বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে রাস্তায় শিক্ষার্থীরা

বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে রাস্তায় শিক্ষার্থীরা

ঢাকা, ২ আগস্ট (জাস্ট নিউজ) : নিরপদ সড়কের দাবিতে আজও উত্তাল হয়ে উঠছে বন্দর নগরী চট্টগ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন এলাকায় থেকে মিছিল বের করে একাধিক সড়কে অবস্থান নিয়েছে।

সকাল ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনের সামনে ওয়াসা মোড়ে অবস্থান নিয়ে মিছিল করতে দেখা শতাধিক শিক্ষার্থীকে। তারা বিক্ষোভ মিছিল এর পাশাপাশি বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে লাইসেন্স চেক করছে। নগরীর দুই নম্বর গেইট, চকবাজারসহ বিভিন্ন এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন ছাত্রছাত্রীরা।

চট্টগ্রামের ওয়াসা মোড়ে অবস্থান নেয়া এক শিক্ষার্থী জানান, আজ শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। তারপরও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা স্কুল ড্রেস পড়ে রাস্তায় নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান চট্টগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী আবির মাহমুদ।

(জাস্ট নিউজ/এমআই/১২৫০ঘ.)