সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় যুবলীগকর্মীসহ নিহত ২

সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় যুবলীগকর্মীসহ নিহত ২

চট্টগ্রাম, ২৭ আগস্ট (জাস্ট নিউজ) : চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় উপজেলা যুবলীগকর্মীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড স্কেলের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রমজান আলী (৩৫) ও তার ছোট ভাই সেজান (২০)। রমজান উপজেলা যুবলীগের একজন কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায় সীতাকুণ্ড বারৈয়ার ঢালা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হয় দলীয় নেতাকর্মীরা। এ সময় কয়েকটি মোটরসাইকেল যোগে ১০ নেতাকর্মী বাড়ি ফিরছিলেন। সীতাকুণ্ড স্কেল পার হওয়ার সময় প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে উপজেলা যুবলীগকর্মী রমজান আলী ও তার ভাই সেজান নিহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিলব্রত দাস রমজান ও সেজানের মৃত্যুর খবর জানান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম এ ঘটনার জন্য ‘ইসলাম গ্রুপ’কে দায়ী করেছেন। তিনি বলেন, ‘ওই গ্রুপটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত।’

(জাস্ট নিউজ/একে/২৩৪০ঘ.)