মায়ের শাড়িতে পুজোর সাজে স্বস্তিকা

মায়ের শাড়িতে পুজোর সাজে স্বস্তিকা

ঢাকা, ১৬ অক্টোবর (জাস্ট নিউজ) : রং, আলো, খুশি পুজো মানেই যেন এই তিনের সমাহার। সেলেবরাও ব্যতিক্রম নন। চুটিয়ে আনন্দ করতে তৈরি সকলেই। কিন্তু তার মধ্যেও স্বস্তিকা মুখোপাধ্যায়ের পুজোতে কোথাও লেগে রয়েছে বিষাদের ছোঁয়া।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। ঢাকাই শাড়ি, শাঁখা-পলা, লাল টিপ, জুঁইয়ের মালায় একেবারে পুজোর সাজ। মন খারাপের কারণও ওই ছবিতেই স্পষ্ট করেছেন তিনি।

স্বস্তিকা লিখেছেন, ‘সবই মায়ের শাড়ি, অ্যাকসেসেরিজ। আমিও মায়েরই। আমার অস্তিত্বও মায়ের জন্যই। আমাকে ভাল থাকতেও শিখিয়েছে মা। শুভ পুজো মা। তুমি যেখানেই থাক, আমাকে মনে পড়বে তোমার। আজ তো বটেই। প্রতিদিনই...।’

মাকে হারিয়েছেন স্বস্তিকা। এখন সংসারের দায়িত্ব তারই। মায়ের পাতা ঘটে পুজোও করেন তিনি। মা যেমন হুজুগ করে সকলকে নিয়ে বেরিয়ে পড়তেন, সে সব দিন মিস করেন। তাই শত আনন্দের মাঝেও বিষাদের সুর স্বস্তিকার পুজো ঘিরে।

(জাস্ট নিউজ/এমজে/১৩৩০ঘ.)