পাহাড়ি রাস্তায় মন্ত্রীদের সঙ্গে সাইকেলে সালমান

পাহাড়ি রাস্তায় মন্ত্রীদের সঙ্গে সাইকেলে সালমান

ঢাকা, ২৪ নভেম্বর (জাস্ট নিউজ) : ভারত-চীন সীমান্তের পাহাড়ি রাস্তায় সাইকেলে দেখা গেল বলিউডের ভাইজান খ্যাত সালমান খানকে। এ সময় তার সঙ্গে সাইকেল চালিয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

সম্প্রতি অরুণাচল প্রদেশের মেচুকাতে এমটিবি অরুণাচল মাউন্টেন বাইসাইকেল রেস উপলক্ষে সেখানে যান তিনি। শেষে সাইকেল রেসে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সালমান। অনুষ্ঠানে বলিউড এই সুপারস্টার ২২ লাখ টাকা দান করেছেন।

এরই মধ্যে অরুণাচল প্রদেশের শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেছেন সালমান খান। অরুণাচলে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বলিউডের এই জনপ্রিয় তারকাকে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত করছে স্থানীয় প্রশাসন।

অনুষ্ঠানে সালমান খান বলেন, পাহাড়ি রাস্তায় সাইকেল চালিয়ে দারুণ মজা পেয়েছি। মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল উদ্বোধন করে সালমান খান বলেন, তার আগামী একটি ছবির বেশির ভাগ শুটিং হবে এই অরুণাচলে। তাতে দেশে ও বিদেশের দর্শকদের কাছে সহজেই পৌঁছে যাবে অরুণাচলের সৌন্দর্য। আর তা পর্যটনে দারুণ প্রভাব ফেলবে।

মেচুকাতে সাইকেল চালানোর সময় সালমান খানের গায়ে ছিল ঐতিহ্যবাহী মনপা জ্যাকেট।

(জাস্ট নিউজ/এমজে/১৫৩৫ঘ.)