মুক্তি পেল গান ‘সবার প্রিয় এবি’

মুক্তি পেল গান ‘সবার প্রিয় এবি’

ঢাকা, ১০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে নতুন একটি গান তৈরি হয়েছে। গানের শিরোনাম ‘সবার প্রিয় এবি’।

গানের প্রথম লাইনগুলো হলো ‘তুমি আছো, তুমি থাকবে, থাকবে এলআরবি, সেই রুপালি গিটার ফেলে, অসময়ে কাঁদায় ছবি’। গানটি লিখেছেন আশিক বন্ধু। সুর ও সংগীত করেছেন সজীব দাস। কণ্ঠ দিয়েছেন মামুনুল ইসলাম।

গানটি সম্পর্কে গীতিকার আশিক বন্ধু বলেন, ‘আইয়ুব বাচ্চু শুধু শিল্পী নন, আমাদের একজন অভিভাবকও ছিলেন তিনি। সংগীত জগতে পথচলায় তার কাছ থেকে উৎসাহ, অনুপ্রেরণা ও ভালোবাসা পেয়েছি। খুব কাছ থেকে দেখেছি, তিনি অত্যন্ত বিনয়ী ও সামাজিক, মানবিক দায়িত্বশীল মহান শিল্পী। আজ তিনি নেই, এটা ভাবতে পারি না। এ জন্য তাঁর অগণিত ভক্তের জন্য আমার ভালোবাসার জায়গা থেকে গানটি লিখেছি। মামুনুল খুব আবেগ ও অনুভূতি দিয়ে গানটি গেয়েছেন।’

অন্যদিকে সুরকার সজীব দাস বলেন, ‘আইয়ুব বাচ্চু সব সময় আমাদের গানে গানে থাকবেন। আমাদের শ্রদ্ধায় তিনি প্রাণের মাঝে থাকবেন। তার গান, কথা ও সুর আমরা সারাজীবন স্মরণ করে যাব।’

ভবিষ্যতে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে আরো গান করার ইচ্ছে আছে বলেও জানিয়েছেন আশিক বন্ধু।

(জাস্ট নিউজ/এমজে/১৪২৫ঘ.)