৯০তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা

৯০তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা

ঢাকা, ২৪ জানুয়ারি (জাস্ট নিউজ) : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯০তম আসরে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেলো গুইলারমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’। দ্বিতীয় সর্বাধিক আটটি বিভাগে মনোনীত হয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’। সাতটি মনোনয়ন এসেছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’র ঘরে।

মঙ্গলবার সন্ধ্যায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশিত হলো। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে এ তালিকা ঘোষণা করেন ব্রিটিশ অভিনেতা অ্যান্ডি সার্কিস ও মার্কিন অভিনেত্রী টিফানি হ্যাডিশ। তাদের পরিচয় করিয়ে দেন অ্যাকাডেমি সভাপতি জন বেইলি।

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবারের অস্কারে সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে মোট ৯টি ছবি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এখানেই জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। এটি উপস্থাপনা করবেন জিমি কিমেল। এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।

‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিতে উডি হ্যারেলসন ও ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড

৯০তম অস্কারের পুরো মনোনয়ন তালিকা
ছবি : কল মি বাই ইউর নেম, ডার্কেস্ট আওয়ার, ডানকার্ক, গেট আউট, লেডি বার্ড, ফ্যান্টম থ্রেড, দ্য পোস্ট, দ্য শেপ অব ওয়াটার; থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

অভিনেত্রী : মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট), সারশা রোনান (লেডি বার্ড), মার্গট রবি (আই, টনিয়া), ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), স্যালি হকিন্স (দ্য শেপ অব ওয়াটার)

অভিনেতা : টিমোথি শালামে (কল মি বাই ইউর নেম), ড্যানিয়েল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড), ড্যানিয়েল কালুইয়া (গেট আউট), গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার), ডেনজেল ওয়াশিংটন (রোমান জে ইসরায়েল, এস্ক)।

পার্শ্ব-অভিনেত্রী : মেরি জে. ব্লিজ (মাডবাউন্ড), অ্যালিসন জেনি (আই, টনিয়া), লেসলি ম্যানভিল (ফ্যান্টম থ্রেড), লরি মেটকাফ (লেডি বার্ড), অক্টাভিয়া স্পেন্সার (দ্য শেপ অব ওয়াটার)

পার্শ্ব-অভিনেতা : উইলেম ড্যাফো (দ্য ফ্লোরিডা প্রজেক্ট), উডি হ্যারেলসন (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), রিচার্ড জেনকিন্স (দ্য শেপ অব ওয়াটার), ক্রিস্টোফার প্লামার (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড), স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

চলচ্চিত্র নির্মাতা: ক্রিস্টোফার নোলান (ডানকার্ক), জর্ডান পেলে (গেট আউট), গ্রেটা গারউইগ (লেডি বার্ড), পল থমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড), গুইলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)

চিত্রনাট্য (মৌলিক) : দ্য বিগ সিক, গেট আউট, লেডি বার্ড, দ্য শেপ অব ওয়াটার, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) : কল মি বাই ইউর নেম, দ্য ডিজাস্টার আর্টিস্ট, লগ্যান, মলি’স গেম, মাডবাউন্ড

বিদেশি ভাষার চলচ্চিত্র : অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান (চিলি), দ্য ইনসাল্ট (লেবানন), লাভলেস (রাশিয়া), অন বডি অ্যান্ড সৌল (হাঙ্গেরি), দ্য স্কয়ার (সুইডেন)।

অ্যানিমেটেড ছবি : দ্য বস বেবি, দ্য ব্রেডউইনার, কোকো, ফার্ডিন্যান্ড, লাভিং ভিনসেন্ট

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ডিয়ার বাস্কেটবল, গার্ডেন পার্টি, লু, নেগেটিভ স্পেস, রিভলটিং রাইমস

প্রামাণ্যচিত্র: অ্যাবাকাস, ফেসেস প্লেসেস, ইকারাস, লাস্ট মেন ইন আলেপ্পো, স্ট্রং আইল্যান্ড

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: এডিথ প্লাস এডি, হ্যাভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫, হিরোইন, নাইফ স্কিলস, ট্রাফিক স্টপ

চিত্রগ্রহণ: ব্লেড রানার ২০৪৯, ডার্কেস্ট আওয়ার, ডানকার্ক, মাডবাউন্ড, দ্য শেপ অব ওয়াটার

রূপ ও চুলসজ্জা: ডার্কেস্ট আওয়ার, ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল, ওয়ান্ডার

মৌলিক সুর: ডানকার্ক, ফ্যান্টম থ্রেড, দ্য শেপ অব ওয়াটার, স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

মৌলিক গান : মাইটি রিভার (ম্যারি জে. ব্লিজ, ছবি: মাডবাউন্ড), দ্য মিস্টারি অব লাভ (সাফজ্যান স্টিভেন্স, ছবি: কল মি বাই ইউর নেম), রিমেম্বার মি (ক্রিস্টেন অ্যান্ডারসন লোপেজ ও রবার্ট লোপেজ, ছবি: কোকো), স্ট্যান্ড আপ ফর সামথিং (কমন, ডায়েন ওয়ারেন ও আন্ড্রা ডে, ছবি: মার্শাল), দিস ইজ মি (বেঞ্জি পাসেক ও জাস্টিন পল, ছবি: দ্য গ্রেটেস্ট শোম্যান)

সম্পাদনা : বেবি ড্রাইভার, ডানকার্ক; আই, টনিয়া; দ্য শেপ অব ওয়াটার, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

শিল্প নির্দেশনা: বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ব্লেড রানার ২০৪৯, ডার্কেস্ট আওয়ার, ডানকার্ক, দ্য শেপ অব ওয়াটার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ডিক্যাল্ব এলিমেন্টারি, দ্য ইলেভেন ও’ক্লক, মাই নিফিউ ইমেট, দ্য সাইলেন্ট চাইল্ড, ওয়াটু ওট/অল অব আস

শব্দ সম্পাদনা: বেবি ড্রাইভার, ব্লেড রানার ২০৪৯, ডানকার্ক, দ্য শেপ অব ওয়াটার, স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই

শব্দমিশ্রণ: বেবি ড্রাইভার, ব্লেড রানার ২০৪৯, ডানকার্ক, দ্য শেপ অব ওয়াটার, স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই

ভিজ্যুয়াল ইফেক্টস : ব্লেড রানার ২০৪৯, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউডম টু, কং: স্কাল আইল্যান্ড, স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই, ওয়ার ফর প্লানেট অব দ্য এপস

পোশাক পরিকল্পনা: বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ডার্কেস্ট আওয়ার, ফ্যান্টম থ্রেড, দ্য শেপ অব ওয়াটার, ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল

(জাস্ট নিউজ/ডেস্ক/ওটি/১২২২ঘ.)