অভিনেত্রী রিতা ভাদুড়ি আর নেই

অভিনেত্রী রিতা ভাদুড়ি আর নেই

ঢাকা, ১৭ জুলাই (জাস্ট নিউজ) : ভারতীয় সিনেমা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ি আর নেই। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রীতা ভাদুড়ির বয়স হয়েছিল ৬২ বছর। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

রীতা ভাদুড়ির মৃত্যুর খবর জানিয়ে অভিনেতা শিশির শর্মা ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, রিতা ভাদুড়ি আমাদের ছেড়ে চলে গেছেন। তার অকাল প্রয়াণে একজন মা এবং একজন ভালো মনের মানুষকে হারাল অভিনয় জগত। এই অভিনেত্রী অনেকের কাছেই একজন মা ছিলেন। মাকে আমরা মিস করব।

গত শতকের সত্তর, আশি ও নব্বই দশকে ৭০টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন রীতা ভাদুড়ি। ১৯৬৮ সালে ‘তেরি তালাশ মে’ ছবির মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক। রীতা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘অনুরোধ’, ‘শাওন কো আনে দো’, ‘গোপাল কৃষ্ণ’, ‘আয়ে মিলন কি রাত’। ১৯৯৫ সালে ‘রাজা’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান রীতা ভাদুড়ি। ‘জুলি’, ‘বেটা’, ‘ইয়ে রাতে নয়ি পুরানি’ ছবিতে রীতার অভিনয় দর্শকদের এখনও স্মৃতিকাতর করে।

‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘ছোটি বহু’, ‘কুমকুম’, ‘খিচড়ি’সহ ৩০টির বেশি টেলিভিশনে সিরিয়ালে অভিনয় করেছেন রীতা ভাদুড়ি।

(জাস্ট নিউজ/এমআই/১৬৪১ঘ.)