মা হওয়ার পর এই প্রথম পূজা উদযাপন করছেন শুভশ্রী। মা হিসেবে পূজা নিয়ে উত্তেজনাও বেশি। তাই ছোট্ট ছেলে যুভানকে পরিপাটি করে সাজিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের একগুচ্ছ মিষ্টি ছবি দিয়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অষ্টমী উপলক্ষে ছেলে যুভানকে...