গ্রেফতার ছাত্রদের মুক্তির দাবিতে রোমে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

গ্রেফতার ছাত্রদের মুক্তির দাবিতে রোমে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

ঢাকা, ১১ আগস্ট (জাস্ট নিউজ) : বাংলাদেশের কোমলমতি ছাত্র-ছাত্রীদের আন্দোলনে সমর্থন জানিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা নিরাপদ সড়ক এবং নিরাপদ দেশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।

রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভেনেসিয়ায় আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে রোমের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

আন্দোলনে যাওয়ার কারণে যে ২২ জন ছাত্রকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে-অবিলম্বে ঐ ছাত্রদের মুক্তি দাবি করেন শিক্ষার্থীরা। এসময় তারা ছাত্র-ছাত্রীদের উপর নগ্ন হামলার বিচার দাবি করেন।

ট্রাফিক সপ্তাহ চলার সময়ও পুলিশ ঘুষ নিচ্ছে- বাংলাদেশের মিডিয়ায় প্রচারিত এমন সংবাদে হতাশা প্রকাশ করেন ছাত্র-ছাত্রীরা। তারা বলেন, আমরা ঘুষ মুক্ত দেশ চাই। নিরাপদ সড়কের পাশাপাশি একটি নিরাপদ দেশও চাই। আমরা সকল আইনের বাস্তবায়ন চাই।

(জাস্ট নিউজ/এমআই/১১১১ঘ.)