ইতিহাসের এ দিনে : ২ অক্টোবর

ইতিহাসের এ দিনে : ২ অক্টোবর

১১৮৬ সালের এ দিনে ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।
১৭১৮ সালের এ দিনে স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
১৭৮০ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলন জন এ্যান্ড্রে কে ফাঁসি দেওয়া হয়।
১৭৯০ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
১৮৬৮ সালের এ দিনে কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।
১৯২২ সালের এ দিনে চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
১৯৩৪ সালের এ দিনে জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।
১৯৩৫ সালের এ দিনে মুসোলিনীর নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া ) আক্রমণ ঘটে।
১৯৪১ সালের এ দিনে জার্মানীর নাৎসী বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারী করে।
১৯৫৫ সালের এ দিনে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৫৮ সালের এ দিনে ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭২ সালের এ দিনে বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।
১৯৭৭ সালের এ দিনে ঢাকা সেনানিবাস ও বিমান বন্দরে সেনা বিদ্রোহ ঘটে এতে বিমান বাহিনীর ১১ জন অফিসার নিহত হন।
১৯৭৯ সালের এ দিনে ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।
১৯৮৩ সালের এ দিনে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্বপ্রকাশ ঘটে।
১৯৯০ সালের এ দিনে ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।
১৯৯৫ সালের এ দিনে বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।
১৯৯৬ সালের এ দিনে মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন।
১৯৯৬ সালের এ দিনে প্রশান্ত মহাসাগরে পেরুর যাত্রবিাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রসহ ৭০ জন নিহত হয়।
২০০২ সালের এ দিনে তেহরানে ইরান ও কুয়েতের মধ্রে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৫২৪ঘ.)