ইতিহাসের এ দিনে : ১৭ নভেম্বর

ইতিহাসের এ দিনে : ১৭ নভেম্বর

আন্তর্জাতিক ছাত্র দিবস।
১২৯২ সালের এ দিনে জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন।
১৫১১ সালের এ দিনে ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যাান্ড ও স্পেনের প্রতিরক্ষা জোট গঠন করা হয়।
১৫২৫ সালের এ দিনে সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রারাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
১৫৫৮ সালের এ দিনে প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের রানি হন।
১৭৯৬ সালের এ দিনে নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।
১৮০০ সালের এ দিনে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
১৮৫৭ সালের এ দিনে স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ উদ্ধার করেন।
১৮৬৯ সালের এ দিনে প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।
১৮৭০ সালের এ দিনে ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবন্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।
১৯২৭ সালের এ দিনে ওয়াশিংটন ডিসিতে টর্নেডো আঘাত হানে।
১৮৩১ সালের এ দিনে ভেনিজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয়।
১৯৩৩ সালের এ দিনে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েট ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৫৪ সালের এ দিনে জেনারেল জামাল আবদের নামের মিশরের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হন।
১৯৬৩ সালের এ দিনে ইরাকে সেনাবিদ্রোহ দমন হয় এবং আবদেল সালাম আরিফের নেতৃত্বে নতুন বিপ্লবী সরকার গঠিত হয়।
১৯৭০ সালের এ দিনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৮২ সালের এ দিন ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।
১৯৯৯ সালের এ দিনে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
১৯০২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউজিন পল উইগনার, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান পদার্থবিদ ও গণিতবিদ।
১৯২২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টানলী কোহেন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও একাডেমিক।
১৯৪২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন স্কোরসেজি, তিনি মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৫২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুনা লায়লা, তিনি বাংলাদেশী খ্যাতিমান গায়িকা।
১৯৮২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউসুফ পাঠান, তিনি ভারতীয় ক্রিকেটার।
১৯৮৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারি লয়েড, তিনি ইংরেজ অভিনেতা।
১৯৮৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ন্যানি, তিনি একজন পর্তুগীজ ফুটবল খেলোয়াড়।
১৯৯৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাকুএল কাস্ত্রো, আমেরিকান গায়ক, তিনি গীতিকার ও অভিনেত্রী।
১০৯৩ সালের এ দিনে স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকমের বিধবা স্ত্রী মার্গারেটের মৃত্যু।
১৩৭৩ সালের এ দিনে বিশিষ্ট আলেম ও সাহিত্যিক আয়াতুল্লাহ শেখ মোহাম্মদ হোসেন কাশেফ আল গ্বাতা পরলোকগমন করেন।
১৮৫৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ওয়েন, তিনি ছিলেন ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের পথিকৃৎ।
১৯১৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন অগুস্ত রদ্যাঁ, তিনি ছিলেন আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।
১৯২৮ সালের এ দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় মৃত্যুবরণ করেন।
১৯৩১ সালের এ দিনে পণ্ডিত ও সাহিত্যিক হরপ্রসাদ শাস্ত্রী মৃত্যুবরণ করেন।
১৯৭৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৯০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন রবার্ট হফষ্টাটার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক।
২০০০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন লুই ইউজিন ফেলিক্স নিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী ও একাডেমিক।
২০০৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন পুশকাস, তিনি ছিলেন হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।
২০১৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ডোরিস লেসিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইরানের ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

(জাস্ট নিউজ/ডেস্ক/এমজে/৯৫০ঘ.)