ইতিহাসের এ দিনে : ২ ডিসেম্বর

ইতিহাসের এ দিনে : ২ ডিসেম্বর

১৮০৪ সালের এ দিনে নেপোলিয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হন।
১৮১৫ সালের এ দিনে নেপালের রাজা ও ব্রিটিশদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৮২৩ সালের এ দিনে স্বাধীনচেতা মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত ও মনরো নীতি ঘোষণা করেন।
১৮৫২ সালের এ দিনে তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।
১৮৫৬ সালের এ দিনে ফ্রান্স ও স্পেনের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৫৯ সালের এ দিনে আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
১৯৪২ সালের এ দিনে স্ট্যালিন গ্রাডে জার্মানির পরাজয়।
১৯৪২ সালের এ দিনে আমেরিকার শিকাগো শহরে পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম পারমাণবিক চুল্লি চালু করা হয়।
১৯৪৬ সালের এ দিনে ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তাঁরা হলেন- নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।
১৯৪৭ সালের এ দিনে ফিদেল ক্যাস্ট্রো ঘোষণা দেন তিনি মার্কসিস্ট-লেনিনিস্ট এবং কিউবার লক্ষ্য সমাজতন্ত্র।
১৯৪৮ সালের এ দিনে ফ্রাঙ্ক যোসেফ অস্ট্রিয়ার রাজা হন।
১৯৫৪ সালের এ দিনে এশিয়ার দেশ লাওস পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৫৬ সালের এ দিনে কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো স্বাধীনতা সংগ্রাম শুরু করেন।
১৯৭১ সালের এ দিনে সংযুক্ত আরব আমিরাত বৃটিশ উপনিবেশবাদ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭৫ সালের এ দিনে বিকালে চেয়ারম্যান মাও সেতুং সফররত মার্কন প্রেসিডেন্ট কেরালড রুডোলফ ফোর্ড, তাঁর স্ত্রী বেটি ফোর্ড এবং তাঁর সফরসংগীদের সঙ্গে সাক্ষাত্ করেন।
১৯৭৮ সালের এ দিনে রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সদর দফতর স্থাপিত।১৯৮২ সালের এ দিনে ইউনিভার্সিটি অব উতাহ মেডিকেল সেন্টারে বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিন্ড প্রতিস্থাপন করা হয়। এ কৃত্রিম হৃৎপিন্ড দিযে় দন্ত চিকিৎসক বার্নে ক্লার্ক ১১২ দিন বেঁচে ছিলেন।
১৯৮৪ সালের এ দিনে ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।
১৯৮৯ সালের এ দিনে ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
১৯৯০ সালের এ দিনে একীভূত জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচনে হেলমুট কোলের নেতৃত্বে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দল জয়লাভ করে।
১৯৯৫ সালের এ দিনে লাওস প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৯৬ সালের এ দিনে মার্কিন ইন্টার কোম্পানি শক্তিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটার অবিষ্কার করেন।
১৯৯৭ সালের এ দিনে বাংলাদেশ সরকার ও পার্বত্য বিচ্ছিন্নতাবাদী শান্তি বাহিনীর সঙ্গে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৫৯ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ সেউরাট, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
১৮৮৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ রিচার্ডস মিনট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও অধ্যাপক।
১৮৯২ সালের এ দিনে বিপ্লবী গোলাম আম্বিয়া খান লোহানি জন্ম গ্রহণ করেন।
১৮৯৬ সালের এ দিনে সোভিয়েত ইউনিয়োনের সামরিক নেতা জুকোভ জন্ম গ্রহণ করেন।
১৮৯৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান বাগ্রাময়ান, তিনি ছিলেন রাশিয়ান জেনারেল।
১৯২১ সালের এ দিনে পটুয়া চিত্রশিল্প কামরুল হাসান জন্ম গ্রহণ করেন।
১৯২৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলি হ্যারিস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
১৯৩০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারি স্ট্যানলি বেকার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৪৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইব্রাহিম রুগোভা, তিনি ছিলেন কসোভোর প্রথম রাষ্ট্রপতি, প্রথম সারির কসোভো-আলবেনীয় রাজনীতিবীদ, বুদ্ধিজীবী ও লেখক।
১৯৫৯ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন বমান ইরানী, তিনি ভারতীয় অভিনেতা ও গায়ক।
১৯৬০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুবর্ণা মুস্তাফা, তিনি বাংলাদেশী অভিনেত্রী।
১৯৬৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুসি লিউ, আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
১৯৭৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ, তিনি ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।
১৯৭৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন নেলি কিম ফুরটাডো, তিনি কানাডীয় কন্ঠশিল্পী ও গীতিকার ও যন্ত্রশিল্পী।
১৯৮১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রিটনি স্পিয়ার্স, আমেরিকান গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
১৮৮১ সালের এ দিনে কার্ল মার্কসের স্ত্রী ও আমৃত্যু সহযোদ্ধা জেনি মার্কস মৃত্যুবরণ করেন।
১৮৮৮ সালের এ দিনে তুর্কি কবি নেমিক কামাল মৃত্যুবরণ করেন।
১৯৫৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন হ্যারিসন ফোর্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
১৯৬৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন সৈয়দ এমদাদ আলী, তিনি ছিলেন বাংলাদেশী সাহিত্যিক।
১৯৬৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, তিনি ছিলেন ওলন্দাজ গণিতবিদ।
১৯৮২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মার্টি ফেল্ডম্যান, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, গায়ক, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৮৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন লুইস ফেদেরিকো লেলইর, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টিনার চিকিৎসক ও বায়োকেমিস্ট।
১৯৮৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ্ লার্কিন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।
১৯৯১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন বিমল মিত্র, তিনি ছিলেন বাংলাদেশী কথাসাহিত্যিক।
২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জেয়ান বেলিভেয়াউ, তিনি ছিলেন কানাডিয়ান আইস হকি খেলোয়াড়।

(জাস্ট নিউজ/এমজে/ডেস্ক/১০১০ঘ.)