ইতিহাসের এ দিনে : ৮ জানুয়ারি

ইতিহাসের এ দিনে : ৮ জানুয়ারি

১৬৫৪ সালের এ দিনে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।
১৬৭৯ সালের এ দিনে ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।
১৭৮০ সালের এ দিনে ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়।
১৮০৬ সালের এ দিনে ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।
১৮৬৭ সালের এ দিনে আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।
১৯১৬ সালের এ দিনে প্রধানত ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনী তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপোলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।
১৯১৮ সালের এ দিনে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার এর উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
১৯২৬ সালের এ দিনে বাদশা হোসেন বহিষ্কৃত হন এবং ইবনে সাউদ হেজাজের নতুন বাদশা হন। দেশের (হেজাজ) নাম পরিবর্তন করে সৌদি আরব রাখা হয়।
১৯৪০ সালের এ দিনে ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি মাখন ইত্যাদির রেশন শুরু হয়।
১৯৫৯ সালের এ দিনে জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।
১৯৬৩ সালের এ দিনে প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারী অব আর্টে প্রদর্শিত হয়।
১৯৭২ সালের এ দিনে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে পৌছেন। নতুন দেশের স্বীকৃতির জন্যে বিশ্বের কাছে আবেদন জানান।
১৯৭৩ সালের এ দিনে সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত হয়।
১৯৭৭ সালের এ দিনে আর্মেনিয়ার স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত গোষ্ঠি রাশিয়াতে এক সাথে ৩৭ মিনিটের মাধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে ৭ জন মারা যায়।
১৯৭৮ সালের এ দিনে ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে।
১৯৮৭ সালের এ দিনে ইরানি যোদ্ধারা পূর্বাঞ্চলীয় ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরায় মোতায়েন হানাদার সাদ্দামের বাহিনীর বিরুদ্ধে কারবালা ৫ নামের সেনা অভিযান শুরু করে।
১৯৮৯ সালের এ দিনে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য অপসারণ শুরু হয়।
১৯৯৩ সালের এ দিনে সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপ-প্রধানমন্ত্রী নিহত হন।
১৯৯৬ সালের এ দিনে জায়ারে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১ হাজার নিহত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৩৪ঘ.)