ইতিহাসের এ দিনে : ২৩ জানুয়ারি

ইতিহাসের এ দিনে : ২৩ জানুয়ারি

১৫৫৬ সালের এ দিনে চীনের সানসি প্রদেশে বিশ্বের ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো।
১৫৭০ সালের এ দিনে স্কটল্যান্ডের অন্তবর্তীকালীন শাসন আর্ল অব মোর খুন হন।
১৯১৩ সালের এ দিনে তুরস্কে অভ্যুত্থানে নাজিম পাশা নিহত হন ও শেবকেত পাশা নতুন মন্ত্রিসভা গঠন করেন।
১৯১৯ সালের এ দিনে মুসোলিনি ইতালির ফ্যাসিস্ত পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।
১৯২০ সালের এ দিনে ভারতীয় উপমহাদেশের বিমানে মাল পরিবহন ও ডাক যোগাযোগ শুরু হয়।
১৯২২ সালের এ দিনে কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথম ডায়াবেটিস বা বহুমুত্রে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনস্যুলিন দেয়া হয়।
১৯৪৩ সালের এ দিনে ব্রিটিশ বাহিনী ত্রিপোলি অধিকার করে নেয়।
১৯৫০ সালের এ দিনে ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেট মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দেসকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলো।
১৯৬৪ সালের এ দিনে ইন্দোনেশিয়া-মালয়েশিয়া যুদ্ধ বিরতিতে সম্মতি প্রকাশ করে।
১৯৬৭ সালের এ দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৬৮ সালের এ দিনে নিজ জলসীমায় গোয়েন্দাগিরির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএস পিউব্লো (এজিইআর-২) জাহাজ আটক হয়।
১৯৭৯ সালের এ দিনে ইরানের শাহ সরকারের শেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার ইরানের বিমান বন্দরগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন।
১৯৮৯ সালের এ দিনে সোভিয়েত তাজাখস্তানে ভূমিকম্পে চৌদ্দ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ সালের এ দিনে এল সালভেদরের পার্লামেন্টে গৃহযুদ্ধে জড়িত গেরিলাদের সাধারণ ক্ষমা করে বিল পাস করে।
১৯৯৬ সালের এ দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রাবনকে হত্যার পর আদালতে ইগল আমির স্বীকাররোক্তি দেন।
১৯৯৭ সালের এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারী অব স্ট্যাট নিযুক্ত হন।
২০০১ সালের এ দিনে বাংলাদেশে চতুর্থ আদমশুমারি শুরু হয়।
২০০২ সালের এ দিনে পাকিস্তানের করাচীতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৪৫ঘ.)