ইতিহাসের এ দিনে, ২৯ জানুয়ারি

ইতিহাসের এ দিনে, ২৯ জানুয়ারি

১৫২৮ সালের এ দিনে মোগল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।
১৫৯৫ সালের এ দিনে শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।
১৬১৩ সালের এ দিনে গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।
১৬৭৬ সালের এ দিনে দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৭৮০ সালের এ দিনে জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজী সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।
১৮২০ সালের এ দিনে সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৮৪৫ সালের এ দিনে এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়।
১৮৪৮ সালের এ দিনে সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।
১৮৬১ সালের এ দিনে ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।
১৯১৬ সালের এ দিনে প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।
১৯১৯ সালের এ দিনে ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।
১৯৮৯ সালের এ দিনে হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
১৯৯২ সালের এ দিনে ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
১৯৯৬ সালের এ দিনে ভেনিস অপেরা হাউস লা-ফেনিস আগুনে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়।
১৯৯৬ সালের এ দিনে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
২০০১ সালের এ দিনে ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯১০ঘ.)