ইতিহাসের এ দিনে : ২৯ নভেম্বর

ইতিহাসের এ দিনে : ২৯ নভেম্বর

আজ প্যালেস্টিনিয়ানদের সঙ্গে বিশ্ব সংহতি দিবস৷
১৫২০ সালের এ দিনে স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালীর সন্ধান পান।
১৫৯৬ সালের এ দিনে রাজা দ্বিতীয় ফিলিপ সে দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন।
১৭৭৫ সালের এ দিনে স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
১৭৯২ সালের এ দিনে মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।
১৮৩৯ সালের এ দিনে গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।
১৮৯৭ সালের এ দিনে ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।
১৯১০ সালের এ দিনে ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।
১৯১৩ সালের এ দিনে যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।
১৯১৮ সালের এ দিনে লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত।
১৯৩২ সালের এ দিনে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।
১৯৪৪ সালের এ দিনে আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।
১৯৪৫ সালের এ দিনে যুগোস্লাভিয়াকে গণপ্রজাতন্ত্রী ফেডারেল রাষ্ট্র ঘোষণা করা হয়।
১৯৪৭ সালের এ দিনে পাশ্চাত্য ও ইহুদিবাদীদের প্রভাবাধীন জাতিসংঘের সাধারণ পরিষদ, ফিলিস্তিন ভূখন্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে।
১৯৭৬ সালের এ দিনে মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন।
১৯৮৮ সালের এ দিনে প্রলংকারী ঘূর্নিঝড় ও জলোচ্ছাসে বিধ্বস্ত হয় দক্ষিনাঞ্চলের বিস্তীর্ন জনপদ।
১৯৮৯ সালের এ দিনে নবম লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পরাজিত হয়।
১৯৯৪ সালের এ দিনে নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
১৯৯৬ সালের এ দিনে সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০৪ সালের এ দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮২০ঘ.)