ইতিহাসের এ দিনে : ৩ ডিসেম্বর

ইতিহাসের এ দিনে : ৩ ডিসেম্বর

আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
১৭৯০ সালের এ দিনে লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেন।
১৮১০ সালের এ দিনে ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে মৌরিতাস দেখল করে নয়।
১৮১৮ সালের এ দিনে ২১তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় ইলিনয়।
১৮২৮ সালের এ দিনে এন্ড্রু জ্যাকসন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৮৫১ সালের এ দিনে একনায়ক লুই নেপোলিয়নের বিরুদ্ধে প্যারিসের জনগণের বিদ্রোহ শুরু হয়।
১৯৪১ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসার লগ্নে জাপান পার্ল হারবার আক্রমণ করে।
১৯৫৫ সালের এ দিনে বাংলাদেশে বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।
১৯৬৭ সালের এ দিনে দক্ষিণ আফৃকার কেপটাউনে ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মত মানবদেহে হৃদপিন্ড প্রতিস্থাপন করেন।
১৯৭১ সালের এ দিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান ভারত আক্রমণ করে বসে।
১৯৭৬ সালের এ দিনে বিখ্যাত পপশিল্পী বব মারলিকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি করা হয়। তিনি বেঁচে যান।
১৯৮৩ সালের এ দিনে বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমী।
১৯৮৪ সালের এ দিনে ভারতের ভূপালে একটি মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্ততঃ আড়াই হাজার মানুষ প্রাণ হারায়।
১৯৯০ সালের এ দিনে তেহরানে ফিলিস্তিন বিষয়ক প্রথম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সালের এ দিনে বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত।
২০০০ সালের এ দিনে ইউক্রেনের কিয়েভে চেরনোবিল পারমাণবিক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই হাজারেরও বেশী পঙ্গু শিশুর জন্য পেনশন দাবী করা হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৩৩ঘ.)