ইতিহাসের এ দিনে : ১৫ ফেব্রুয়ারি

ইতিহাসের এ দিনে : ১৫ ফেব্রুয়ারি

৫৯০ সালের এ দিনে দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
৭০৬ সালের এ দিনে বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।
১৭৬৪ সালের এ দিনে স্প্যানিশ লুসিয়ানায় (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।
১৭৯৮ সালের এ দিনে রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৮৩৫ সালের এ দিনে আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়।
১৮৬২ সালের এ দিনে আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে জেনারেল উলিসেস এস গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।
১৯৪২ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন ঘটে। জাপানের আক্রমণে ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০ হাজার ভারতীয়, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান সেনা যুদ্ধবন্দি হয়।
১৯৮৯ সালের এ দিনে সোভিয়েত-আফগান যুদ্ধের পর আফগানিস্তান থেকে সব সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে।
১৯১৬ সালের এ দিনে শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল শিল্পী জন্মগ্রহণ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯০০ঘ.)