ইতিহাসের এ দিনে : ২১ মার্চ

ইতিহাসের এ দিনে : ২১ মার্চ

১৮৮ সালের এ দিনে জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।
১৪১৩ সালের এ দিনে পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৬১০ সালের এ দিনে রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।
১৭৯১ সালের এ দিনে ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
১৮০১ সালের এ দিনে আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে ।
১৮২৯ সালের এ দিনে স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত হয়।
১৮৩৬ সালের এ দিনে কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।
১৮৫৭ সালের এ দিনে টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯১৭ সালের এ দিনে বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।
১৯১৯ সালের এ দিনে সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৬৫ সালের এ দিনে মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
১৯৭৫ সালের এ দিনে ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ করা হয়।
১৯৭৭ সালের এ দিনে পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পদত্যাগ করেন।
১৯৮৫ সালের এ দিনে বাংলাদেশে গণভোট হয়।
১৯৯০ সালের এ দিনে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯১ সালের এ দিনে কুয়েতি তেলকুপের ধোয়ায় সৌদি বিমান বিধ্বস্ত হয়ে ৯৮ জন নিহত হন।
২০০২ সালের এ দিনে সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস করা হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৪৩ঘ.)