ইতিহাসের এ দিনে : ২৪ মার্চ

ইতিহাসের এ দিনে : ২৪ মার্চ

৮০৯ সালের এ দিনে খলিফা হারুন-অর রশিদের মৃত্যু।
১৩০৭ সালের এ দিনে আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।
১৪৯০ সালের এ দিনে জার্মান মণিকবিদ গেয়র্ক আগ্রিকোলার জন্ম।
১৬০৩ সালের এ দিনে রানী এলিজাবেথের মৃত্যু।
১৭৭৬ সালের এ দিনে ইংরেজ বিজ্ঞানী জন হ্যারিসনের মৃত্যু।
১৮৬৩ সালের এ দিনে খ্যাতনামা আইনবিদ লর্ড সত্যপ্রসন্ন সিনহার জন্ম।
১৮৭৪ সালের এ দিনে বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম।
১৮৮২ সালের এ দিনে মার্কিন কবি লংফেলোর মৃত্যু।
১৯০২ সালের এ দিনে বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।
১৯০৪ সালের এ দিনে ইংরেজ কবি এডউইন আর্নল্ডের মৃত্যু।
১৯০৫ সালের এ দিনে ফরাসি ঔপন্যাসিক ঝুল ভার্নের মৃত্যু।
১৯১৮ সালের এ দিনে জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।
১৯৪৬ সালের এ দিনে লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে।
১৯৫০ সালের এ দিনে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির মৃত্যু।
১৯৭৭ সালের এ দিনে যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে।
১৯৮২ সালের এ দিনে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।
১৯৯৯ সালের এ দিনে ন্যাটো যুগোশ্লাভিয়ার সার্বিয় সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে।

(জাস্ট নিউজ/একে/১৮৪০ঘ.)