ইতিহাসের এ দিনে : ২৫ মার্চ

ইতিহাসের এ দিনে : ২৫ মার্চ

১৫০৫ সালের এ দিনে দেশে ফ্রানসিসকো দি আলমেইদা বাইশটি নৌযানের বহর নিয়ে ভারতে শক্তি সংহত করার জন্য পর্তুগাল থেকে যাত্রা করেন।
১৫৭০ সালের এ দিনে পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত।
১৫৮৬ সালের এ দিনে সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত।
১৬৩৪ সালের এ দিনে মেরিল্যান্ডে প্রথম বসতি স্থাপনকারীদের আগমন ঘটে।
১৭৫৪ সালের এ দিনে ইংরেজ কবি উইলিয়াম হ্যামিলটনের মৃত্যু।
১৮০৭ সালের এ দিনে ব্রিটিশ পার্লামেন্ট দাসপ্রথা বিলোপ করে।
১৮৪৩ সালের এ দিনে টেমস নদীর বিখ্যাত সুড়ঙ্গ খোলা হয়।
১৮৫৭ সালের এ দিনে মহাকবি কায়কোবাদের জন্ম।
১৮৬২ সালের এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু।
১৮৯৫ সালের এ দিনে ইতালীয় বাহিনী আবিসিনিয়া (ইথিওপিয়া) দখল করে নেয়।
১৮৯৬ সালের এ দিনে আধুনিক অলিম্পিক ক্রীড়ার প্রথম স্বর্ণপদক প্রদান করা হয়।
১৮৯৯ সালের এ দিনে রয়টার্স সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা পল জুলিয়াসের মৃত্যু।
১৯১৪ সালের এ দিনে নোবেলজয়ী (১৯০৪) ফরাসী কবি ফ্রেদেরিক মিস্ত্রালের মৃত্যু।
১৯৪৫ সালের এ দিনে ব্রিটিশ রাষ্ট্রনীতিবিদ ডেভিড লয়েড জর্জের মৃত্যু।
১৯৫৭ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগ অ্যালেন গিন্সবার্গের কবিতার কপি বাজেয়াপ্ত করে অশোভন বক্তব্যের অভিযোগ এনে।
১৯৬১ সালের এ দিনে ব্রিটিশদের কাছ থেকে কুয়েতের স্বাধীনতা লাভ।
১৯৬৯ সালের এ দিনে পাকিস্তানের একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ইয়াহিয়ার নেতৃত্বে নতুন সামরিক শাসন জারি হয়।
১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী সামরিক জান্তা মধ্যরাতে বাংলাদেশের জনগণের ওপর অতর্কিত সশস্ত্র আক্রমণ শুরু করে ও পাশবিক গণহত্যা শুরু করে।
১৯৭১ সালের এ দিনে শিক্ষাবিদ ও দার্শনিক গোবিন্দচন্দ্র দেব পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন।
১৯৭১ সালের এ দিনে বাংলাদেশে বাঙালির স্বাধীনতাযুদ্ধ শুরু হয় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে।
১৯৭১ সালের এ দিনে পাকিস্তানের সামরিক জান্তা মধ্যরাতে বাংলাদেশের জনগণের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে ব্যাপক গণহত্যা শুরু করে।
১৯৭৫ সালের এ দিনে সৌদি আরবের বাদশাহ ফয়সল আততায়ীর হাতে নিহত হন।
১৯৮৬ সালের এ দিনে গণঅভ্যুত্থানে বিশ বছরের অধিক ক্ষমতাসীন শাসক ফিলিপিনের মার্কোসের পতন।
১৯৯০ সালের এ দিনে ইংরেজ ঐতিহাসিক এ্যালান টেইলরের মৃত্যু।
১৯৯৪ সালের এ দিনে হেবরনের ইস্রাহিম মসজিদে উগ্রপন্থী ইসরাইলিরা সেজদারত মুসল্লিদের ওপর গুলি চালালে ৬৩ জন নিহত। আহত প্রায় ৫শ’।
২০০১ সালের এ দিনে মিশরের রাজধানী কায়রোতে ডি-৮-এর তৃতীয় শীর্ষ সম্মেলন শুরু।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০০০ঘ.)