ইতিহাসের এ দিনে : ১২ এপ্রিল

ইতিহাসের এ দিনে : ১২ এপ্রিল

১২০৪ সালের এ দিনে ক্রুসেড বাহিনীর কনস্টান্টিনেপল (ইস্তাম্বুল) দখল।
১৬৩৩ সালের এ দিনে গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু।
১৬৫৪ সালের এ দিনে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডকে ইংল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়।
১৮৬১ সালের এ দিনে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু।
১৯৬১ সালের এ দিনে মানুষের প্রথম মহাশূন্যে বিচরণ: ইউরি গ্যাগারিন।
১৯৬১ সালের এ দিনে আমেরিকার প্রথম ‘শাটল নভোযান’ মহাকাশে প্রেরিত।
১৯৩২ সালের এ দিনে স্পেনে বাদশাহী শাসনের অবসান এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা।
১৮৭৫ সালের এ দিনে বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত জন্মগ্রহণ করেন।
১৮৮৫ সালের এ দিনে প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এ দিনে হেলেন ফরেস্ট, মার্কিন গায়ক জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এ দিনে বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার জন্মগ্রহণ করেন।
১৯৪৫ সালের এ দিনে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট মৃত্যুবরণ করেন।
১৯৭৫ সালের এ দিনে অভিনেতা ফতেহ লোহানী মৃত্যুবরণ করেন।
২০১২ সালের এ দিনে লিন্ডা কুক, মার্কিন অভিনেত্রী মৃত্যুবরণ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯০২ঘ.)