ইতিহাসের এ দিনে : ১০ ডিসেম্বর

ইতিহাসের এ দিনে : ১০ ডিসেম্বর

আজ বিশ্ব মানবাধিকার দিবস।
১৮১৭ সালের এ দিনে মিসিসিপি ২০ তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
১৮৬৮ সালের এ দিনে বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।
১৮৮৪ সালের এ দিনে মার্ক টোয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরী ফিন’ প্রথম প্রকাশিত হয়।
১৮৯৮ সালের এ দিনে স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।
১৯০১ সালের এ দিনে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
১৯০২ সালের এ দিনে তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।
১৯০৩ সালের এ দিনে ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।
১৯০৬ সালের এ দিনে আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান।
১৯৪৮ সালের এ দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এ দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।
১৯৬৩ সালের এ দিনে জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।
১৯৭১ সালের এ দিনে ভোলা, মাদারীপুর ও নড়াইল জেলা পাক হানাদার মুক্ত হয়।
১৯৭১ সালের এ দিনে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।
১৯৮৮ সালের এ দিনে আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।
১৯৮৯ সালের এ দিনে চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।
২০০১ সালের এ দিনে সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের এ দিনে ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হন।১৯৮২ সালের এ দিনে ১১৯ টি দেশের সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংষ কনভেনশনে স্বাক্ষরিত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৪০ঘ.)