ইতিহাসের এ দিনে : ২৭ এপ্রিল

ইতিহাসের এ দিনে : ২৭ এপ্রিল


১৭৯২ সালের এ দিনে প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়।
১৮৫৯ সালের এ দিনে সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।
১৮৮২ সালের এ দিনে খুলনা জেলা যাত্রা শুরু করে।
১৯০১ সালের এ দিনে যুক্তরাস্ট্রের প্রথম রাজ্য হিসাবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়।
১৯১৫ সালে এ দিনে প্রথম বিশ্বযুদ্ধে গেলিপলির যুদ্ধ শুরু হয়।
১৯৬৬ সালের এ দিনে ভয়ানক এক ভুমিকম্পে তাসখন্দ শহর ধ্বংসপ্রাপ্ত হয়।
১৯৭১ সালের এ দিনে ভিয়েতনামে সামরিক অভিযানের বিরোধীতা করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই লক্ষ জনতা ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।
১৯৭৫ সালের এ দিনে ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮২ সালের এ দিনে ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরায়েল সিসনাই উপত্যাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে।
১৯৮৯ সালের এ দিনে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১১৮ঘ.)